অনুচ্ছেদ: শীতের সকাল

অনুচ্ছেদ: "শীতের সকাল"

প্রকৃতির অবারিত সৌন্দর্যভেঙ্গায় আনন্দ উপাদানের কোনো কমতি নেই। ঘর থেকে দুই পা ফেলে বাইরে দৃষ্টি ফেললেই চোখে পড়ে নিসর্গের অমৃত সম্ভার। তার মধ্যে শীতের সকাল অন্যতম। বাংলাদেশের ঋতুচকে শীত আসে রূপ ও রসের ডালি সাজিয়ে। শীতের মোহনীয় নৈসর্গিক রূপ ধরা পড়ে শিশিরস্নাত সকাল বেলায়। কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ। সূর্যিমামা মুখ লুকায় লজ্জায়, অভিমানে। ধীরে ধীরে মুখ বাড়িয়ে হাসে সোনালি সূর্য। ঘাসের ডগায় পড়ে থাকা শিশির বিন্দুতে রোদের আলো পড়ে মুক্তোর মতো চকচক করে। শীতের সকালে গ্রামে শুরু হয় পিঠা উৎসব। হিম শীতল ঠান্ডায় ভাপা, দুধপুলি, দুধচিতই, পাটিসাপটা প্রভৃতি পিঠা রসনায় আনে তৃপ্তির আস্বাদ। চাদর মুড়ি দিয়ে রোদে বসে পিঠা খাওয়ার সে কী তৃপ্তি! অন্যদিকে গৃহহীন, বস্ত্রহীন মানুষ খোঁজে একটু আশ্রয়, প্রশান্তির উষ্ণ আদর। দরিদ্র ছেলেমেয়েরা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে রোদের আদরের ভরসায়। রাত জাগে সকালের প্রত্যাশায়, সকাল জাগে সূর্যের স্পর্শ কামনায়। তবু সবকিছু মিলিয়ে শীতের সকাল একটি প্রিয় মুহূর্ত, নৈসর্গিক অপূর্ব উপাদানে ভাম্বর।

শ্রেণি: ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম,১০ম, PSC, JSC, SSC, HSC
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url