কি এবং কী এর মধ্যে পার্থক্য কী? জেনে নিন |
'কি' এবং 'কী' এর মধ্যে পার্থক্য কি?
'কি' এর ব্যবহার:
যখন কোন প্রশ্নের উত্তর মুখ বন্ধ করে মাথার ইশারায় দেওয়ার সম্ভব কিংবা "হ্যাঁ" বা "না" দ্বারা উত্তর করা সম্ভব। তখন সেক্ষেত্রে "কি" ব্যবহার করতে হবে। কিছু উদাহরণ ব্যবহার করলে বিষয়টা স্পষ্ট হবে।
উদাহরণঃ
১. তুমি কি পড়তে পারো?
২. তুমি কি ঢাকায় গিয়েছিলে?
৩. তুমি কি গণিতে দক্ষ?
ওপরে উল্লিখিত উদাহরণ থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে প্রশ্নগুলোর উত্তর মাথার ইশারায় অথবা হ্যাঁ বা না দ্বারা দেওয়া সম্ভব। যার ফলে প্রশ্নগুলো করতে "কী" "না" হয়ে কি হয়েছে।
'কী' এর ব্যবহার:
ঠিক একইভাবে যে সকল প্রশ্নের উত্তর মাথার ইশারায় অথবা হ্যাঁ বা না দ্বারা দেওয়া সম্ভব না। সে সকল প্রশ্নের ক্ষেত্রে "কী" ব্যবহৃত হয়। কিছু উদাহরণের সাহায্যে বিষয়টাকে স্পষ্ট করা যায়।
উদাহরণঃ
১. তোমার নাম কী?
২. তুমি ঢাকায় কী জন্য যাবে?
উপরের উদাহরণগুলো থেকে বোঝা যায়, এই প্রশ্নগুলোর উত্তর মাথার ইশারায় কিংবা হ্যাঁ বা না দ্বারা দেওয়া সম্ভব নয়। এই প্রশ্নগুলোর উত্তর দিতে হলে অবশ্যই মুখ খুলে এবং ব্যাখ্যা করে বলতে হবে।