ভাষা কাকে বলে? ভাষার বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা সম্পর্কে লিখ।
ভাষা কি?
মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। কারণ মানুষের যেমন বিবেকবোধ ও চিন্তা-চেতনা রয়েছে তেমনি অনুভূতি প্রকাশের মাধ্যমও রয়েছে। কী সেই মাধ্যম? সেই মাধ্যম হলো ভাষা। ভাষাই হচ্ছে মানুষের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম। যে মাধ্যম প্রাণিজগতের অসংখ্য প্রাণীর মধ্যে শুধু মানুষেরই রয়েছে। একথা বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে, ভাষা ব্যবহারের জন্য স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক ও অন্যান্য প্রত্যঙ্গের যে গঠনরূপ প্রয়োজন তা শুধু মানুষের মধ্যে আছে, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তা অনুপস্থিত। ফলে ভাষার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব, আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা-অনিচ্ছা, আবেগ-অনুভূতি, চাওয়া-পাওয়া, ব্যথা-বেদনা ইত্যাদি প্রকাশ করতে পারি। তাই যে উপায়ে মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করে তাকে ভাষা বলে। বলা বাহুল্য, আজ আমরা যেভাবে মনের ভাব প্রকাশ করছি পৃথিবী সৃষ্টির শুরু থেকে কিন্তু তা এভাবেই চলে আসেনি। হাজার হাজার বছরের বিবর্তনে মানুষ এ উপায়টি লাভ করেছে। আদিকালে মানুষ ইশারা-ইঙ্গিতের মাধ্যমে মনের ভাব প্রকাশ করত। কিন্তু ইশারা-ইঙ্গিতের মাধ্যমে তো আর মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না। এর জন্য চাই কণ্ঠনিঃসৃত অর্থপূর্ণ ধ্বনি বা কথা। কারণ কথার মাধ্যমেই মানুষ তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে। তাই মানুষ তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনিসমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে।
ভাষার বৈশিষ্ট্যগুলো কী কী?
ভাষা ভাব প্রকাশের একটি প্রধান মাধ্যম। তবে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠী ও দেশ-কাল-পাত্রভেদে এর রূপে কিছুটা। তারতম্য রয়েছে। কিন্তু যা না থাকলেই তাকে ভাষা বলা যাবে না তা হচ্ছে ভাষার বৈশিষ্ট্য। যেমন
ক. ভাষা গঠিত হতে হবে কণ্ঠনিঃসৃত ধ্বনির সাহায্যে।
খ. ভাষার মধ্যে অর্থগত গুণ বিদ্যমান থাকতে হবে।
গ. ভাষাকে অপরের বোধগম্য হতে হবে।
ঘ. মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টিই এক ধরনের ভাষা।
ঙ. একটি বিশেষ সম্প্রদায় বা জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত ও ব্যবহৃত বচনও এক প্রকার ভাষা।
ভাষার প্রয়োজনীয়তা কি?
মানুষের মনের ভাব প্রকাশের প্রধান ও শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে ভাষা। তাই মানবজীবনে ভাষার প্রয়োজনীয়তা অতীব গুরুত্বপূর্ণ। কেননা ভাষা ছাড়া কোনো মানুষ এক মুহূর্তও চলতে পারবে না। পারবে না তার মনের কথা, ইচ্ছা অনিচ্ছার কথা, চাওয়া-পাওয়ার কথা, ব্যথা-বেদনার কথা, আবেগ-অনুভূতির কথা, সুখ-দুঃখের কথা অন্যের কাছে প্রকাশ করতে। যেমন একজন ভাষাহীন বোবা লোক তার মনের কথা অন্যকে বলতে পারে না। তাছাড়া শিক্ষার্জন, সমাজ গঠন, দেশ গঠন, দৈনন্দিন জীবনযাপনের প্রতিটি মুহূর্তের জন্য ভাষা অনস্বীকার্য। তাই সুস্থ জীবনযাপন ও সঠিকভাবে পরিপূর্ণ ভাব বিনিময়ের মাধ্যম হিসেবে ভাষার প্রয়োজনীয়তা অপরিসীম