জলবায়ু কূটনীতি বলতে কী বুঝায়?

জলবায়ু কূটনীতি কী

জলবায়ু বলতে আমরা একটি স্থান বা অঞ্চলের দীর্ঘসময়ের আবহাওয়াকে বুঝি থাকি এবং কূটনীতি বলতে কূট বা কৌশলের মাধ্যমে যে নীতির বাস্তবায়ন করা হয় দেশের অভ্যন্তরে বা দেশের বাহিরে। জলবায়ু কূটনীতি বর্তমান সময়ে খুব আলোচিত একটি বিষয়। তার কারণ বর্তমান বিশ্বের ধনী দেশ হতে শুরু করে উন্নয়নশীল, অনুন্নত সকল দেশই জলবায়ুর পরিবর্তন নিয়ে উদবিগ্ন ।

জলবায়ু কূটনীতি কি : জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক মহলের মতৈক্যে পৌঁছানোর ধীরগতিকে গতিশীল করার লক্ষ্যে বৈদেশিক নীতি কঠোর করা হয়। এ নীতিকে বা প্রক্রিয়াকে জলবায়ু কূটনীতি বলে। বিশ্বের বিভিন্ন স্থানে ঘন ঘন সুনামি, টর্নেডো জলোচ্ছ্বাস, বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি, খরার আঘাত ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি জলবায়ু পরিবর্তনের প্রধান ফলাফল। 

জলবায়ু পরিবর্তন গবেষণার আন্তর্জাতিক সংস্থা 'Inter-governmental panel on Climate change' (IPCC) এর মতে, বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি। বাংলাদেশ বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী না হওয়া সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের এক নির্দোষ শিকার। এই বাস্তবতায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অভিযোজন কার্যক্রমে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত দেশগুলোর নিকট হতে ন্যায্য হিস্যা পাওয়ার লক্ষ্যে গঠিত ক্লাইমেট চেঞ্জ ইতোমধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে নেগোশিয়েশন টিম নেগোশিয়েশনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে, যা বাংলাদেশের সফল জলবায়ু কূটনীতির উদাহরণ।

পরিশেষে বলা যায় যে, আন্তর্জাতিক ফোরামে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অর্জন উল্লেখযোগ্য। বাংলাদেশ UNFCCC এর আওতায় গঠিত Green Climate Fund (GCF) CDM Executive Board, Adaptation Fund board, Adaptation Committee এর সদস্য নির্বাচিত হয়েছে। | বাংলাদেশ আন্তর্জাতিক Climate Change Negotiation এ ৪৮টি স্বল্পোন্নত দেশের গ্রুপ LDC এর অন্যতম সমন্বয়ক হিসেবে কাজ করে যাচ্ছে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url