জাতীয় স্বার্থ কী? অথবা,জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও।

জাতীয় স্বার্থ একটি গুরুত্বপূর্ণ ধারণা। পররাষ্ট্রনীতির মাধ্যমে প্রত্যেক দেশই কতকগুলো বাস্তব উদ্দেশ্য অর্জনের প্রচেষ্টা চালায় যেগুলোকে জাতীয় স্বার্থ হিসেবে অভিহিত করা হয়। জাতীয় স্বার্থ মূলত জাতীয় আকাঙ্ক্ষা ও লক্ষ্য যা কিছু পররাষ্ট্রনীতির মাধ্যমে অর্জনের চেষ্টা করা হয়।

জাতীয় স্বার্থ : জাতীয় স্বার্থ একটি পরিবর্তনশীল প্রত্যয় । জাতীয় স্বার্থ বলতে বুঝায় যা পররাষ্ট্র নীতি প্রণয়নের সময় প্রত্যেক দেশের নীতিনির্ধারণের বোঝা এবং সেই সাথে প্রতিফলন ঘটানো। রুশোর (WW. Rostow) এর মতে, “জাতীয় স্বার্থ হলো এমন একটি ধারণা, জাতি পৃথিবীর পারিপার্শ্বিক অবস্থাকে নিজের সুবিধায় কাজে লাগানোর জন্যে ব্যবহার করে।" মার্কিন পররাষ্ট্র সচিব চার্লস ইভানস হিউস ১৯২২ সালে জাতীয় স্বার্থ সম্পর্কে বলেছেন, "পররাষ্ট্রনীতি বিমূর্ত কোনো কিছুর উপর গড়ে তোলা হয় না। এটা জরুরি প্রয়োজন অথবা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে প্রগাঢ়ভাবে বৈশিষ্ট্যময় কোনো কিছু থেকে উৎসারিত জাতীয় স্বার্থের বাস্তব ধারণার ফল।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ-রাজনীতিবিদ আলফ্রেড ম্যাহান বলেছেন যে, “জাতীয় স্বার্থ পররাষ্ট্রনীতির জন্য শুধু বৈধই নয় মৌলিক উদ্দেশ্যও বটে।" প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড পামারস্টোন বলেছেন, “আমাদের শাশ্বত কোনো মিত্র নেই এবং আমাদের কোনো চিরস্থায়ী শত্রুও নেই। আমাদের স্বার্থই হলো শাশ্বত ও চিরস্থায়ী এবং সেই স্বার্থকে অনুসরণ করাই হলো আমাদের দায়িত্ব।" সাধারণত জাতীয় স্বার্থ বলতে বুঝায় একটি দেশের চাহিদা ও জনগণের স্বপ্ন ।

সর্বোপরি আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থ একটি গুরুত্বপূর্ণ ধারণা। পৃথিবীর সকল রাষ্ট্রই তাদের জাতীয় স্বার্থ অর্জনের প্রক্রিয়ায় সর্বদা তৎপর থাকে। জাতীয় স্বার্থই একটি দেশের লক্ষ্য। তাই জাতীয় স্বার্থ সম্পর্কে একটি দেশের সতর্ক থাকা জরুরি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url