এসএমএসের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম || SSC Result by SMS




প্রিয় পাঠক, আসলামুআলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং আপনার এসএসসি পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে। আপনি যদি এসএমএসের মাধ্যমে আপনার এসএসসি(SSC result) ফলাফল দেখতে চান? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ আজ আমরা এসএমএসের মাধ্যমে এসএসসি ফলাফল দেখার নিয়ম নিয়ে আলোচনা করব।

আপনার ফলাফলটি খুব সহজে পেতে আপনাকে প্রথমে যা করতে হবে তা হল আমাদের আর্টিকেলটি খুব মনোযোগ দিয়ে পড়ুন । আশা করি আপনি খুব সহজেই আপনার ফলাফল সংগ্রহ করতে সক্ষম হবেন। সুতরাং চলুন জেনে নেই, এসএমএসের মাধ্যমে কীভাবে আপনার কাঙ্খিত এসএসসির ফলাফল দেখবেন। 

আপনি যদি আপনার এসএসসি (SSC) পরীক্ষার ফলাফল এসএমএসের মাধ্যমে দেখতে চান। তাহলে প্রথমে আপনাকে অবশ্যই আপনার বোর্ডের সংক্ষিপ্ত রূপটি জানতে হবে।

আপনারা হয়তো অনেকেই আপনাদের বোর্ডের সংক্ষিপ্ত রূপ জানেন না। যে সকল শিক্ষার্থী তাদের অধ্যায়নরত বোর্ডের নামের সংক্ষিপ্ত রূপ জানেন না তাদের সুবিধার্থে আমরা নিচে সকল বোর্ডের সংক্ষিপ্ত রূপ দিয়ে দিচ্ছি এখান থেকে দেখে নিন। বোর্ডের নামের অক্ষরগুলো সাধারণত প্রথম তিন অক্ষর দিয়ে প্রকাশ করা হয়।

নিচে বোর্ডের সংক্ষিপ্ত রূপ গুলো দেওয়া হল দেখে নিন।

>Dhaka Board = DHA

>Chittagong Board = CHI

>Rajshahi Board = RAJ

>Comilla Board = COM

>Sylhet Board = SYL

>Barisal Board = BAR

>Jessore Board = JES

>Dinajpur Board = DIN

>Madrasah Board = MAD

>Technical Board = TEC

চলুন তাহলে এবার কিভাবে এসএমএস টাইপ করে পাঠাতে হবে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

 এই আর্টিকেলে, আমরা এখন জানবো কিভাবে মোবাইলের এসএমএস অপশনে গিয়ে এসএমএস টাইপ করে এসএসসি ফলাফল দেখার জন্য পাঠিয়ে দিব সেই সম্পর্কিত এসএমএস ফরমেট। চলুন তাহলে নিচের নিয়ম গুলো অনুসরণ করে এসএমএস টাইপ করি। আপনার মোবাইলের মেসেজ অপশনে যান এবং নিচের নিয়ম গুলো অনুসরণ করুন।

SSC <Space> Board Name <Space>Roll < Space > Exam Year and Send to 16222


এসএমএস করার নিয়মগুলো হল-

সাধারণ শিক্ষা বোর্ড- টাইপ করুনঃ

SSC<space>FIRST 3 LETTERS OF BOARD NAME<space>ROLL<space>PASSING YEAR এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।

উদাহরণ: 

টাইপ করুনঃ SSC DHA 379809 2022 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।


মাদ্রাসা শিক্ষা বোর্ড- টাইপ করুনঃ

 SSC<space>FIRST 3 LETTERS OF BOARD NAME<space>ROLL<space>PASSING YEAR এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।

উদাহরণ: 

টাইপ করুনঃ SSC MAD 379809 2022 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।


টেকনিক্যাল শিক্ষা বোর্ড- টাইপ করুনঃ
 
SSC<space>FIRST 3 LETTERS OF BOARD NAME<space>ROLL<space>YEAR এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।

উদাহরণ: 

টাইপ করুনঃ SSC TEC 379809 2022 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।





মোবাইলে এসএমএস টাইপ করতে যে ধাপগুলো অনুসরণ করবেন সেগুলো উল্লেখ করা হলো। নিচের ধাপগুলো সঠিকভাবে মেনে আপনি খুব সহজেই আপনার এসএসসি রেজাল্টের জন্য সঠিকভাবে এসএমএস টাইপ করতে পারবেন এবং পাঠিয়ে দিতে পারবেন।

Firstly, open Mobile message option.
Then, click on Write Message.
Next, type your desired message. The SMS format is given below.
Now, send the message to 16222.


Example: 

SSC<space>DIN<space>Your SSC Roll<space> 2022

• SSC DIN 379809 2022

Now send the Message to 16222

উপরের ধাপ গুলো সম্পন্ন করে এসএমএস টাইপ করুন এবং এসএমএস পাঠিয়ে দিন। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনি আপনার কাঙ্খিত এসএসসি পরীক্ষার ফলাফল পেয়ে যাবেন। এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url