কাস্টিং ভোট কী? এবং কোরাম বলতে কি বোঝায়?

কাস্টিং ভোট কাকে বলে?
নির্ণায়ক ভোট কাকে বলে?

কাস্টিং ভোট কি:
কাস্টিং ভোট এর অপর নাম হচ্ছে নির্ণায়ক ভোট। সাধারণত পার্লামেন্টে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল বা আইন প্রণয়নের সময় সংসদ সদস্যদের ভোটের প্রয়োজন হয়। এই ভোট যেমন পক্ষে হতে পারে তেমন বিপক্ষে হতে পারে। অনেক সময় দেখা যায় পার্লামেন্টের সদস্যদের দেওয়া ভোটের সংখ্যা পক্ষে এবং বিপক্ষে সমান হয়ে যায়। এক্ষেত্রে উক্ত বিল বা আইনটিকে কার্যকরী বা বাতিল করতে পার্লামেন্টের স্পিকার বা সভাপতি যে ভোট প্রদান করে তাই মূলত কাস্টিং ভোট বা নির্ণায়ক ভোট।



কোরাম কি ?
কোরাম বলতে পার্লামেন্টের কার্যক্রম পরিচালনার জন্য নির্দিষ্ট সংখ্যক সদস্য উপস্থিত থাকা কে বুঝায়।
এটাকে আরোও ভালো ভাবে বুঝতে হলে আমাদের নজর দিতে হবে বাংলাদেশ সংবিধানের ৭৫ নং অনুচ্ছেদ দিকে। বাংলাদেশ সংবিধানের ৭৫ নং অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদে ৬০ জন সদস্য উপস্থিত না থাকলে কোরাম পূরণ হবে না।


বাংলাদেশ সংবিধানের ৭৫ নং অনুচ্ছেদ অনুযায়ী কোরাম পূর্ণ করতে নূন্যতম ৬০ জন সদস্যের উপস্থিতি থাকতে হয়। সংসদের অধিবেশন চলাকালে কোন সময়ে উপস্থিত সদস্য-সংখ্যা ষাটের কম হলে যদি স্পিকার/সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হয়, তবে স্পিকার কোরাম পূর্ণ হওয়ার জন্য ৫ মিনিট ধরে ঘণ্টা বাজানোর নির্দেশ দেবেন। ৬০ জন সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত স্পিকার সংসদ স্থগিত কিংবা মুলতবী ঘোষণা করবেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url