অর্থবিল কাকে বলে?
অর্থ-বিল কি?
কোন বিল অর্থ-বিল এ নিয়ে বাংলাদেশ সংবিধানের ৮১ অনুচ্ছেদে স্পষ্ট করে বলা হয়েছে। সংবিধানের এই অনুচ্ছেদে বলা হয়েছে যে, নিম্নে বর্ণিত বিষয়সমূহের বা এর মধ্যে যে কোন একটি সম্পর্কিত বিলকেই অর্থ-বিল বলা হবে:
১. কোন কর আরোপ, মওকুফ, সংশোধন বা রদবদল, রহিতকরণ বা মওকুফ, নিয়ন্ত্রণ।
২. সরকার কর্তৃক কোন ঋণ গ্রহণ বা গ্যারান্টি প্রদান, কিংবা সরকারের আর্থিক বিষয়ে দায়-দায়িত্ব সম্পর্কিত আইনের যে কোন সংশোধন।
৩. সংযুক্ত তহবিলে অর্থপ্রদান বা সংযুক্ত তহবিল থেকে অর্থদান বা নির্দিষ্টকরণ এবং সংযুক্ত তহবিলের রক্ষণাবেক্ষণ।
৪. সংযুক্ত তহবিলের ওপর দায় আরোপ, দায় বিলোপ বা দায় রদবদল।
৫. সংযুক্ত তহবিল বা প্রজাতন্ত্রের সরকারি হিসাব বাবদ অর্থ প্রাপ্ত, অর্থ রক্ষণাবেক্ষণ বা দান বা সরকারের কোন হিসাব নিরীক্ষাকরণ।
৬. উপরোল্লিখিত বিষয় বা যে কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট আনুষঙ্গিক বিষয়াদি।