অর্থবিল কাকে বলে?

অর্থ-বিল কি?

অর্থ-বিল হচ্ছে সেই বিল যাতে কর ধার্য, কর পরিবর্তন, ঋণ গ্রহণ ও ঋণ পরিশোধ, বায়ের মঞ্জুরি ইত্যাদি বিষয় আলোচিত হয়। কোন বিল অর্থ বিল কি-না তা নির্ধারণ করে থাকেন জাতীয় সংসদের স্পিকার। এক্ষেত্রে স্পিকারের মতামতই চূড়ান্ত ও শেষ কথা। তবে কোন অর্থ-বিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত জাতীয় সংসদে পেশ করা যাবে না।


কোন বিল অর্থ-বিল এ নিয়ে বাংলাদেশ সংবিধানের ৮১ অনুচ্ছেদে স্পষ্ট করে বলা হয়েছে। সংবিধানের এই অনুচ্ছেদে বলা হয়েছে যে, নিম্নে বর্ণিত বিষয়সমূহের বা এর মধ্যে যে কোন একটি সম্পর্কিত বিলকেই অর্থ-বিল বলা হবে:

১. কোন কর আরোপ, মওকুফ, সংশোধন বা রদবদল, রহিতকরণ বা মওকুফ, নিয়ন্ত্রণ।

২. সরকার কর্তৃক কোন ঋণ গ্রহণ বা গ্যারান্টি প্রদান, কিংবা সরকারের আর্থিক বিষয়ে দায়-দায়িত্ব সম্পর্কিত আইনের যে কোন সংশোধন।

৩. সংযুক্ত তহবিলে অর্থপ্রদান বা সংযুক্ত তহবিল থেকে অর্থদান বা নির্দিষ্টকরণ এবং সংযুক্ত তহবিলের রক্ষণাবেক্ষণ।

৪. সংযুক্ত তহবিলের ওপর দায় আরোপ, দায় বিলোপ বা দায় রদবদল।

৫. সংযুক্ত তহবিল বা প্রজাতন্ত্রের সরকারি হিসাব বাবদ অর্থ প্রাপ্ত, অর্থ রক্ষণাবেক্ষণ বা দান বা সরকারের কোন হিসাব নিরীক্ষাকরণ।

৬. উপরোল্লিখিত বিষয় বা যে কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট আনুষঙ্গিক বিষয়াদি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url