উত্তর আধুনিকতাবাদ কী? অথবা ‘পোস্ট মডার্নিজম’ কাকে বলে?
প্রশ্নটি আরও যেভাবে আসতে পারে:
* উত্তর আধুনিকতাবাদের সংজ্ঞা দাও।
* উত্তর আধুনিকতাবাদ কী?
* উত্তর আধুনিকতাবাদ কি?
* উত্তর আধুনিকতাবাদ বলতে কী বুঝ?
* পোস্ট মডার্নিজম কাকে বলে?
* উত্তর আধুনিকতাবাদ রাজনৈতিক তত্ত্ব সংক্ষেপে আলোচনা কর।
ভূমিকা : বিংশ শতাব্দীর ইতিহাসে বিশ্ব রাজনীতিতে উত্তর আধুনিকতাবাদ প্রত্যয়টি প্রতিষ্ঠিত হয়। একবিংশ শতাব্দীতে বিষয়টি অতিগুরুত্বপূর্ণ হয়ে উঠে। আধুনিকায়নের ফলে বিশ্বব্যাপী যেসব সমস্যা সমাধান করা সম্ভব হয়নি সেগুলোকে সমাধানের জন্য উত্তর আধুনিকতাবাদ প্রত্যয়টির উদ্ভব হয়েছে।
উত্তর আধুনিকতাবাদ কি?
উত্তর আধুনিকতাবাদ এর ইংরেজি প্রতিশব্দ 'Post Modernism'. অর্থাৎ আধুনিকতাবাদ এর পরবর্তী ধাপ হলো উত্তর আধুনিকতাবাদ। আধুনিকায়নের পরে বিশ্ব ব্যবস্থায় যেসব সমস্যার সুষ্ঠু সমাধান করা সম্ভব হয়নি সেসব সমস্যাগুলো সমাধানের জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হয় তাই উত্তর আধুনিকতাবাদ।
এই পদক্ষেপ এর মাধ্যমে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ইত্যাদি ক্ষেত্রে একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এটি মূলত উত্তর ভাষার সাথে জড়িত। উত্তর আধুনিকতাবাদ বিশ্ব ব্যবস্থায় এক নবজাগরণের সূচনা করে। এর ফলে সাহিত্য, সংস্কৃতি, শিল্প, দর্শন, ইতিহাস, অর্থনীতি, রাজনীতি প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়।
বিশ্বায়নের প্রভাবে সরকার ও রাজনীতি ব্যবস্থায় ব্যাপক উন্নতি ঘটে। বিশ্ব রাজনীতিতে গণতন্ত্রের চাহিদা বৃদ্ধি পায়। জীবনমানের ব্যাপক পরিবর্তন লক্ষা করা যায়। বিশ্বায়নের প্রভাবে উত্তর আধুনিকতাবাদ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, বিশ্ব ব্যবস্থার সমস্যা সমাধানে উত্তর আধুনিকতাবাদের ভূমিকা অপরিসীম। যার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে ভূমিকা পালন করছে বিশ্বায়ন প্রক্রিয়া। ফলশ্রুতিতে উত্তর আধুনিকতাবাদ ধারণাটি সমগ্র বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।