ভূ রাজনীতি কি? ভূ-রাজনীতি কাকে বলে? ভূরাজনীতি বলতে কি বোঝায়?
বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নিয়ামকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভূরাজনীতি। ঊনবিংশ শতাব্দীতে জাপানিদের পুনর্জাগরণের মাধ্যমে ভূরাজনীতি তত্ত্বের উদ্ভব ঘটে। ভূরাজনীতি ভৌগোলিক বাস্তবতার প্রেক্ষিতে একটি দেশ অন্য দেশের সাথে অন্তঃরাষ্ট্রীয় শক্তির সম্পর্ক নিরূপণ, পররাষ্ট্রনীতি নির্ধারণ ও নিজেদের আন্তর্জাতিক অঙ্গনে ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে অধিষ্ঠিত করতে চায়। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধির একটি অন্যতম উপাদান হলো ভূরাজনীতি। ভৌগোলিক অবস্থান ও আয়তন বেশি হওয়ার সুবিধা অনেক রাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গনে অনেক সুবিধা পেয়ে থাকে। ভূরাজনীতিকে কেন্দ্র করে বিশ্বের বেশিরভাগ রাষ্ট্র বিভিন্ন সময় দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়ে পড়ে। দিন দিন আন্তর্জাতিক রাজনীতিতে ভূরাজনীতির গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে।
ভূ-রাজনীতি কাকে বলে?
ভূখণ্ডকে কেন্দ্র করে যে রাজনীতি তাই ভূ-রাজনীতি। অর্থাৎ কোনো দেশের ভৌগোলিক অবস্থান ও তার কৌশলগত গুরুত্ব নিয়ে যে রাজনীতি তা-ই ভূ-রাজনীতি। ভূ-রাজনীতি শব্দটির ইংরেজি পরিভাষা হলো Geo-politics, জার্মান শব্দ Geo-Politik থেকে এ শব্দটির উদ্ভব হয়েছে। ইংরেজি Geos Politics যোগে শব্দটির সৃষ্টি। Geo শব্দটির অর্থ Earth বা ভূ এবং Politics শব্দটির অর্থ রাষ্ট্র সম্পর্কিত বিষয়। অতএব Geo-politics এর অর্থ হলো রাষ্ট্র সম্পর্কিত ভূ-আলোচনা। ভূ-রাজনীতির আলোচনার বিষয়বস্তু হলো ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতি, ভূ-রাজনৈতিক কার্যক্রম, পররাষ্ট্রনীতি, কূটনৈতিক আলোচনা ইত্যাদি এর আওতাভুক্ত।
বিশ্ব রাজনীতিতে ভূরাজনীতি একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হওয়ায় বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ও ভূরাজনীতিবিদগণ একে নানাভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। নিচে সংজ্ঞাগুলো দেওয়া হল:
১. পামার এন্ড পার্কিন বলেন, Geopolitics is the manifestation of geological property.
২. Ryellen এর মতে, Geopolitics is the theory of the state as a geographic organism of phenomenon is space of land territory area.
৩. কর্নেল জন ফিফনার এর মতে, 'কোনো দেশের বিদেশি নীতিনির্ধারণে সামাজিক, অর্থনৈতিক কৌশলগত এবং ভৌগোলিক উপাদানের প্রয়োজনেই ভূরাজনীতি।'
৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মো : আব্দুল হালিম এর মতে, ভূরাজনীতি হচ্ছে ভূগোল অধ্যয়নের সেই অংশ যা পররাষ্ট্রনীতি এবং রাজনৈতিক প্রপঞ্চসমূহের মধ্যে যোগসূত্র স্থাপন করে।
ফ্রেডরিক রেজেল রাষ্ট্রকে একটি জৈবিক সত্তার সাথে তুলনা করেছেন। যাকে অবশ্যই বৃদ্ধি পেতে হবে না হয় তার ধ্বংস হবে ।
Geo-politics is A study of the Influence of Such Factors as Geographys, economics and demography on the politics especially the foreign policy of a state. (Source: Britannica.com: Encyclopedia)
Geo-politics is a Combination of Political and Geographic factors relating to something (As a state or particular resources) (Source: Britannica. Com Encyclopedia)
অতএব বলা যায় ভূ-রাজনীতি হচ্ছে কোনো অঞ্চলের ভূগোল ও অর্থনীতি সম্পর্কিত এমন অধ্যয়ন, যা ভিন্ন ভিন্ন জাতি ও রাষ্ট্রসমূহের মধ্যে রাজনৈতিক সম্পর্কিত বিষয় নির্ধারণ করে।
পরিশেষে বলা যায় যে, ভৌগোলিক অবস্থান ও তার সম্পদকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশগুলোর মধ্যে যে রাজনৈতিক সম্পর্ক নির্ধারণ করা হয় তা-ই ভূ-রাজনীতি। বিশ্ব এখন ভূ-রাজনৈতিক প্রাধান্য বিস্তারে মনোনিবেশ করেছে যার ফলে বিশ্বের বিভিন্ন দেশগুলোর মধ্য প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। যার দ্বারা একদেশ অন্যদেশের শত্রুতে পরিণত হয়েছে। ভূরাজনীতি আন্তর্জাতিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব যা দিন দিন জনপ্রিয় ও রাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণ অন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব বিস্তারে, ভূমিকা পালন করেছে। ভূরাজনীতি একটি দেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অনেক সময় প্রতিরক্ষা হিসেবে কাজ করে। একটি জাতির জাতীয় আকাঙ্ক্ষা পূরণে তাই ভূরাজনীতির প্রভাব অসামান্য। কারণ ভূরাজনীতির মাধ্যমেই রাষ্ট্রের অনেক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।