বাস্তববাদ কি? রাজনৈতিক বাস্তববাদ কাকে বলে? বাস্তববাদের বৈশিষ্ট্য
বাস্তববাদ তত্ত্ব কি?
বাস্তববাদ কী: বাস্তববাদ হলো ক্ষমতার রাজনীতির ওপর গড়ে ওঠা একটি তত্ত্ব যা দাবি করে বিশ্ব রাজনীতি পরিচালিত হয় প্রতিযোগিতামূলক আত্মস্বার্থের ভিত্তিতে। বাস্তববাদী তত্ত্বে রাষ্ট্রই প্রধান কর্তা এবং শাসক শ্রেণিও তাই করেন যাতে রাষ্ট্রের স্বার্থ হাসিল হয়।
বাস্তববাদ বলে যে, বিশ্বে প্রচলিত যে নৈতিকতার ধারণা বিদ্যমান তাকে রাষ্ট্রের ক্রিয়াকর্মের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না কারণ বাস্তববাদ যে কোন স্বার্থের রাজনৈতিক পরিণাম বিবেচনা করবে। বাস্তবাদী তত্ত্বে সকল রাষ্ট্রই টিকে থাকার জন্য ক্ষমতা অন্বেষণ করে এবং ভয়ের বিপরীতে ভারসাম্য রক্ষা করে।
আন্তর্জাতিক রাজনীতিতে বাস্তবাদকে সবচেয়ে সনাতন ও প্রভাবশালী তত্ত্ব হিসাবে দেখা হয় বস্তুত রাষ্ট্র নিয়ে যখন ভাবনা শুরু হয় তখন থেকেই রাজনৈতিক বাস্তববাদের যাত্রা শুরু হয়। আধুনিক কালের ক্ষমতার রাজনীতিও পরিচালিত হয় মূলত বাস্তববাদী তত্ত্বের উপর ভিত্তি করে ।
উপর্যুক্ত আলোচনা থেকে আমরা বাস্তববাদী তত্ত্বের কয়েকটি বৈশিষ্ট্য দেখতে পায় । নিম্নে রিয়ালিজম এর বৈশিষ্ট্য গুলো হলো:
১. রাষ্ট্রষ্টই প্রধানকর্তা ।
২. শাসককে রাষ্ট্রের প্রয়োজনেই যুক্তিসংগত সিদ্ধান্ত গ্রহণ করতে হয়।
৩. সকল রাষ্ট্রই টিকে থাকার জন্য ক্ষমতা অন্বেষণ করে।
৪. সকল রাষ্ট্রই ভয়ের বিপরীতে ভারসাম্য রক্ষা করে।
৫. আন্তর্জাতিক রাজনীতিতে নৈতিকতার কোনো স্থান নেই ।
উপসংহার : বাস্তববাদ তত্ত্বটি অতিপ্রাচীন ও প্রভাবশালী একটি তত্ত্ব। এটি বর্তমানে বহুল প্রচলিত। আন্তর্জাতিক রাজনীতিতে থুকিদিদিসের এই বাস্তববাদ তত্ত্বটি ব্যাপক প্রভাব বিস্তার করে। তবে থুকিদিদিস বাস্তববাদের সবগুলো মূলনীতিকে শনাক্ত করতে পারেনি। বস্তুত এগুলো উদঘাটন করতে আরও কয়েক শতাব্দী লেগে যায় এবং বাস্তববাদীদের সকলেই এগুলোর বিষয়ে একমত পোষণ করে না। এসব সমালোচনা সত্ত্বেও বর্তমানের ক্ষমতার রাজনীতিতে বাস্তববাদের ভূমিকা মুখ্য।