১৯৫৪ সালের নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য

১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য

বাংলাদেশের ইতিহাসে ১৯৫৪ সালের নির্বাচন একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এ নির্বাচন পাকিস্তানের শাসনব্যবস্থার পরিবর্তনের ইঙ্গিতবাহী। পাকিস্তানের জনপ্রিয় রাজনৈতিক দল মুসলিম লীগ এ নির্বাচনে পরাজিত হয়। এ নির্বাচনের পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্ব পর্যন্ত মুসলিম লীগ আর কখনোই কোনো নির্বাচনে জিততে পারেনি। এ নির্বাচন পূর্ব পাকিস্তানের নেতাদের ভবিষ্যৎ পাকিস্তান সম্পর্কে সচেতন করে তুলেছিল।

১৯৫৪ সালের নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য 

১৯৫৪ সালের নির্বাচনের ফলাফল পাকিস্তানের ভবিষ্যৎ রাজনীতিতে সুদূরপ্রসারী ভূমিকা পালন করেছিল। নিচে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করা হলো:

১. ঐক্যবোধ সৃষ্টি : পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানের শাসকরা পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করে আসছিল পূর্ব পাকিস্তানের জনগণ অল্প সময়ের ব্যবধানে সে সম্পর্কে অবগত হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষাপটে বাঙালিরা পাকিস্তানের শাসকগোষ্ঠীর উপর চরমভাবে ক্ষুব্ধ হয়েছিল । ১৯৫৪ সালের নির্বাচনে জনগণ যুক্তফ্রন্টকে অকপটে সমর্থন প্রদান এ অঞ্চলের মানুষের মধ্যে ঐক্যবোধ জাগরিত হওয়াকে নির্দেশ করে।

২. মধ্যবিত্ত শ্রেণির প্রভাব বৃদ্ধি : ১৯৫৪ সালের নির্বাচনে নির্বাচিত বেশির ভাগ সদস্যই ছিল মধ্যবিত্ত শ্রেণির। এ শ্রেণি সাধারণ জনগণের চাহিদা বুঝত এবং সহজেই তাদের সঙ্গে মিশতে পারত। এর ফলে রাজনীতিতে তাদের প্রভাব বৃদ্ধি পেতে থাকে ।

৩. বাঙালি জাতীয়তাবাদের প্রসার : ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাঙালির মধ্যে জাতীয়তাবাদ প্রসারিত হতে থাকে। ১৯৫৪ সালের নির্বাচনের মাধ্যমে বাঙালিরা তাদের জাতীয়তাবাদের জাগ্রতরূপের বহিঃপ্রকাশ ঘটায়। ১৯৫৪ সালের নির্বাচন সাধারণ জনগণকে বাঙালির নিজ সত্তাকে গুরুত্ব প্রদান করার পরিচয় বহন করে।

৪. অসাম্প্রাদায়িক চেতনার বিকাশ : ১৯৫৪ সালের নির্বাচনে বাঙালির অসাম্প্রদায়িক মনোভাবের বহিঃপ্রকাশ বটে। এ সময় রাজনীতিতে অসাম্প্রদায়িকতাকে প্রসারিত করার ব্যবস্থা করা হয়। ১৯৫৫ সালে আওয়ামী মুসলিম লীগ তাদের দলের নাম পরিবর্তন করে আওয়ামী লীগ নামকরণ করে। এর ফলে দলটি অসাম্প্রদায়িক দল বলে পরিচিত হয়ে উঠে।

৫. রাজনীতি থেকে মুসলিম লীগের বিদায় : ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবি হয়েছিল। দেশভাগের সময় দলটি অত্যন্ত জনপ্রিয় দল হিসেবে বিবেচিত হলেও দলটি এ নির্বাচনে যুক্তফ্রন্টের কাছে পরাজিত হওয়ার পর মুসলিম লীগ আর কখনোই পূর্ব পাকিস্তানের মানুষকে আকৃষ্ট করতে পারেনি। ফলে তারা আর পাকিস্তানের ক্ষমতা লাভ করেনি।

৬. স্বায়ত্তশাসনের দাবির গ্রহণযোগ্যতা : ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট তাদের নির্বাচনি ইশতেহারে স্বায়ত্তশাসনের বিষয়টি উল্লেখ করেছিল। এ নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুল ভোটে জয়লাভ করে যা পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের ব্যাপারে জনগণের সমর্থনকে প্রকাশ করে। ফলে স্বায়ত্তশাসনের বিষয়টি এ সময়ে জোরালো দাবিতে পরিণত হয়।

৭. রাষ্ট্রভাষার স্বীকৃতি : যুক্তফ্রন্ট তাদের নির্বাচনি ইশতেহারের প্রথম দফাতে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রতিশ্রুতি প্রদান করেছিল। নির্বাচনে যুক্তফ্রন্টের জয় বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার দাবিকে জোরালো করেছিল। এ কারণে ১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।

৮. রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি : ১৯৫৪ সালের নির্বাচনের সময়ে যুক্তফ্রন্ট তাদের নির্বাচনি ক্যাম্পেইনে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। যুক্তফ্রন্টের রাজনৈতিক পরিকল্পনা পূর্ব পাকিস্তানের জনগণ গ্রহণ করেছিল। যুক্তফ্রন্ট এ দেশের মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করেছিল যা পরবর্তী ইতিহাসকে নির্মাণ করেছিল।

৯. স্বৈরশাসনের অবসান : ১৯৫৪ সালের নির্বাচনের মাধ্যমে স্বৈরশাসনের অবসান ঘটে। স্বৈরশাসনের অবসানের মাধ্যমে গণতন্ত্র ধারার পথ উন্মুক্ত হয়। পূর্ব পাকিস্তানের জনগণ এ সময়ে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশ শাসনের পক্ষে অবস্থান গ্রহণ করে।

১০. পাকিস্তানের শাসনব্যবস্থার রূপ উদ্ঘাটন : ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট জয়ী হয়ে শাসন ক্ষমতা লাভ করে। তবে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত এ প্রশাসন ব্যবস্থা বেশিদিন স্থায়ী হয়নি। মূলত পশ্চিম পাকিস্তানি রাজনৈতিক ব্যক্তিবর্গ পূর্ব পাকিস্তানের শাসনব্যবস্থার প্রতি নিজেদের কর্তৃত্বকে বজায় রাখতে চেয়েছিল। এর ফলে যুক্তফ্রন্ট মন্ত্রিসভাকে ভেঙে দেওয়া হয়। পশ্চিম পাকিস্তানি নেতৃবর্গের দ্বারা সংগঠিত এ ধরনের কার্যক্রমকে এ দেশের জনগণ মেনে নিতে পারেনি। এ কারণে পরবর্তীতে তারা বিভিন্ন আন্দোলন শুরু করে।

উপসংহার : পরিশেষে বলা যায়, বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুত্থানে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ অত্যন্ত গুরুত্ব বহন করে। বাঙালি জাতীয়তাবাদ বিভিন্ন ঘটনার দ্বারা প্রসারিত হয়েছে। বাঙালি জাতীয়তাবাদ প্রসারের ক্ষেত্রে ১৯৫৪ সালের নির্বাচন ও পরবর্তী ঘটনাবলি বাঙালি জাতীয়বাদকে আরো প্রসারিত করেছে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url