বৃত্ত, কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, পরিধি, জ্যা এবং বৃত্তচাপ।

বৃত্ত


বৃত্ত কাকে বলে (Circle):
একটি বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু তার চারদিকে একবার ঘুরে এলে যে ক্ষেত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে। একটি বৃত্তের ৬টি অংশ থাকে। যথা: কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, পরিধি, জ্যা এবং বৃত্তচাপ। 
 বৃত্তের কেন্দ্র কি (Centre): যে নির্দিষ্ট বিন্দুর চারিদিকে একটি বিন্দু ঘুরে বৃত্ত তৈরী হয় সেই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র বলে। 

বৃত্তের ব্যাস কি (Diameter): বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যা কেই ব্যাস বলে। একটি বৃত্তের অসংখ্য ব্যাস থাকে। 

ব্যাসার্ধ কি (Radius): বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের থেকে অর্ধেক।

পরিধি কি (Circumference): বৃত্তের কেন্দ্র হতে সমান দূরত্ব বজায় রেখে কোন বিন্দুর চলার পথকে পরিধি বলে।

জ্যা কি (Chord): পরিধির যে কোন দুই বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে। উল্লেখ্য যে: বৃত্তের ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা।

চাপ কি (Arc): বৃত্তের পরিধির যে কোন অংশকে চাপ বলে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url