সুশাসন কি? সুশাসন কাকে বলে? সুশাসনের সংজ্ঞা দাও।

সুশাসন বলতে কী বোঝায়

ভূমিকা : 'Good Governance' বা সুশাসন বা সুপরিচালন শব্দটি সাম্প্রতিককালে রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। মূলত রাষ্ট্রকে সুষ্ঠু ব্যবস্থাপনা ও সঠিক পরিচালনার মাধ্যমে উৎকর্ষের শীর্ষে পৌঁছে দেওয়াই 'Good Governance' এর প্রধান কর্তব্য। রাষ্ট্র নামক বৃহত্তর রাজনৈতিক সংগঠনটি পরিচালনার জন্য দক্ষ বিবেকবুদ্ধিসম্পন্ন, নীতিবান এবং হৃদয়বান ব্যবস্থাপকের গুরুত্ব অপরিহার্য।


সুশাসন কি? : সুশাসন বলতে আমরা এমন এক ধরনের শাসন ব্যবস্থাকে বুঝি যেখানে সরকার বা শাসন কর্তৃপক্ষ আইনের প্রতি পুরো যত্নশীল, জনসম্মতির উপর পূর্ণ শ্রদ্ধা রাখে, জনগণকে পূর্ণ স্বাধীনতা দিতে ইচ্ছা রাখে ও দিয়ে থাকে, আইনের শাসনে শ্রদ্ধাশীল, শাসনে স্বচ্ছতা রাখে, জনকল্যাণমূলক শাসন প্রদান করে এবং গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলে।

সুশাসনের প্রামাণ্য সংজ্ঞা : সুশাসন পরিচালন সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। নিম্নে তাঁদের কয়েকটি সংজ্ঞা প্রদান করা হলো :

মি. মহব্বত খান (Mr. Mahabbat Khan) বলেছেন, "The concept of good governance sub summers under its rubric nation system of rule, rule and effectiveness of political authority, level of political institutionalization, efficiency of administration and legal order, quality of political leadership and accountability of the govt."

বিলনী (Bilnay) বলেছেন, "Good governance is the effective management of a countries social and economic resources in a manner that is open, transparent accountable and equitable."

ইউএনডিপি (UNDP) এর মতে, "Good governance is that in which govt. maintains law and order, creat institution to protect property, rights, encourage investment establish basic infrastructure and provides service for the poor and be accountable." (UNDP-1996)

উপসংহার : উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, সুপরিচালনা বা সুশাসন কথাটি শুধু রাষ্ট্রের ক্ষেত্রেই সীমিত নয়, এটি ব্যক্তি ও সমষ্টিক জীবন ও জীবিকার সর্বক্ষেত্রে ব্যাপ্ত। সমাজের অন্য সকল ক্ষেত্রে যেমন ব্যবসায় বাণিজ্য, শিক্ষা, গবেষণা, সমাজ সম্পর্কে উৎপাদন সকল ক্ষেত্রেই সুপরিচালন কথাটি প্রযোজ্য। এসব ক্ষেত্রে মানুষ সুনির্দিষ্ট লক্ষ্যে পৌছাতে চায়। সুষ্ঠু ও সঠিক পরিচালনার মাধ্যমে এ উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url