মৌলিক অধিকার বলবৎ করার উপায়
মৌলিক অধিকার কাকে বলে?
মৌলিক অধিকার হচ্ছে রাষ্ট্র প্রদত্ত সেসব সুযোগ-সুবিধা যা নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য। নাগরিকদের ব্যক্তিত্ব ও প্রতিতার বিকাশের জন্য মৌলিক অধিকার একান্ত প্রয়োজনীয়। সংবিধানের সংশোধন কিংবা দেশে জরুরি অবস্থা জারি করা ছাড়া মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করা যায় না। মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ থাকায় এগুলোর শ্রেষ্ঠত্ব স্বীকৃত হয়। সুতরাং মৌলিক অধিকার হচ্ছে নাগরিক জীবনের ও ব্যক্তির ব্যক্তিত্বকে জন্য সেসব অপরিহার্য শর্তাবলি, যা সার্বভৌম সংবিধানে সন্নিবেশিত এবং সরকারের পক্ষে অলঙ্ঘনীয়।
মৌলিক অধিকার বলবৎ করার উপায়
বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকার রক্ষা বা বলবৎ করার উপায়ও নির্দেশিত রয়েছে। সেগুলো হল:
১. বাংলাদেশ সংবিধানের ২৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে যে, জাতীয় সংসদ মৌলিক অধিকার লঙ্ঘন করে কোন আইন প্রণয়ন করবে না। মৌলিক অধিকারের সাথে সামঞ্জসাহীন কোন আইন প্রণীত হলে তা যতটুকু সামঞ্জস্যহীন ততটুকু বাতিল বলে গণ্য হবে।
২. আইনানুযায়ী ব্যতীত বাংলাদেশের কোন নাগরিককে জীবন ও ব্যক্তিস্বাধীনতা হতে, ব্যক্তিগত সম্পত্তি ভোগের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। সংবিধানের ৩২নং অনুচ্ছেদে বলা হয়েছে যে, আইনের কর্তৃত্ব ব্যতীত কেউ জীবন, স্বাধীনতা ও সম্পত্তি ভোগের অধিকার থেকে বঞ্চিত হবে না। হাইকোর্ট বিভাগ মৌলিক অধিকারের পরিপন্থী যে কোন পদক্ষেপকে বাতিল ঘোষণা করতে পারবে।
৩. বাংলাদেশ সংবিধানের ৪৪ নং অনুচ্ছেদ অনুযায়ী কোন সংক্ষুব্ধ ব্যক্তি মৌলিক অধিকার বলবৎ করার জন্য হাইকোর্ট বিভাগে আবেদন করতে পারবেন। মৌলিক অধিকার বলবৎ করার জন্য সংবিধানের ১০২ অনুচ্ছেদের (১) দফা অনুযারী হাইকোর্ট বিভাগ কোন সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোন ব্যক্তি বা সংস্থাকে নির্দেশ দিতে পারবে।
৪. মৌলিক অধিকার রক্ষার অন্যতম রক্ষাকবচ হল বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা। জাতীয় সংসদ কর্তৃক প্রণীত কোন আইন যদি মৌলিক অধিকারের পরিপন্থী হয় তাহলে সুপ্রিম কোর্ট তা বিচার বিভাগীয় পর্যালোচনার মাধ্যমে বাতিল ঘোষণা করতে পারবে।
মৌলিক অধিকারের বৈশিষ্ট্য
১. মৌলিক অধিকার নাগরিক জীবনের বিকাশ ও ব্যাপ্তির জন্য অপরিহার্য শর্ত।
২. মৌলিক অধিকার সংবিধান হতে প্রাপ্ত এবং সংবিধানই এগুলোর রক্ষক।
৩. মৌলিক অধিকার সরকারের পক্ষে অলঙ্ঘনীয় ।
৪. সংবিধানের সংশোধন বা জরুরি অবস্থা ঘোষণা ছাড়া মৌলিক অধিকার স্থগিত করা যায় না।
৫. সংবিধানে মৌলিক অধিকারের উল্লেখ ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচ।
মৌলিক অধিকারের গুরুত্ব
মৌলিক অধিকার হচ্ছে মানবজীবনের অপরিহার্য সুযোগ-সুবিধা। সংবিধানে মৌলিক অধিকার সন্নিবেশিত থাকায় ব্যক্তি স্বাধীনতা রক্ষা পায়, ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ও স্ফুরণ ঘটে। মৌলিক অধিকার সরকারকে মেছাচারী কার্যকলাপ থেকে বিরত থাকতে সাহায্য করে। মৌলিক অধিকার সরকারকে গণতান্ত্রিক চরিত্র দান করে। মৌলিক অধিকার-এর উপস্থিতি মানুষকে স্বাধীনভাবে চলতে, বলতে, ভাবতে সাহায্য করে। সুতরাং মানবসত্তার বিকাশে সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশকরণ অপরিহার্য।