ক্ষুদ্র রাষ্ট্র কাকে বলে? ক্ষুদ্র রাষ্ট্রের সংজ্ঞা দাও।

ক্ষুদ্র রাষ্ট্র 

ভূমিকা : পৃথিবীর সকল রাষ্ট্রের অবস্থান একই কাতারে নয়। একেকটি রাষ্ট্র আয়তন, ক্ষমতা প্রভৃতির ভিত্তিতে ভিন্ন ভিন্ন আন্তর্জাতিক ব্যবস্থায় যেমন রয়েছে বৃহৎ রাষ্ট্রের অস্তিত্ব, তেমনি রয়েছে অনেক ক্ষুদ্র রাষ্ট্রের অস্তিত্ব। বর্তমান বিশ্ব ব্যবস্থায় আন্তর্জাতিক রাজনীতিতে বৃহৎ শক্তিগুলোর অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক শক্তি ও প্রভাব বিস্তারের ফলে ক্ষুদ্র রাষ্ট্রগুলোর অস্তিত্ব এবং অবস্থান সংকটপূর্ণ ।


ক্ষুদ্র রাষ্ট্র কি: ক্ষুদ্র রাষ্ট্রের কোনো সংজ্ঞা বা মানদণ্ডের বিচারে কোনো মাপকাঠি নেই এবং ক্ষুদ্র রাষ্ট্রের কিছু কিছু বৈশিষ্ট্য থেকে আমরা কোনো রাষ্ট্রকে বৃহৎ বা ক্ষুদ্র বলে অভিহিত করি। তবে একটি রাষ্ট্র বৃহৎ বা ক্ষুদ্র তা পরিমাপের একটি মাপকাঠি থাকতে পারে। ক্ষুদ্র রাষ্ট্র বলতে কী বুঝায় তা সংজ্ঞায়িত করার ক্ষেত্রে অনেক বিভ্রান্তি রয়েছে। তবে নিরাপত্তা সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে কোনো রাষ্ট্রের শ্রেণিবিন্যাসের ক্ষেত্রে তার প্রতিরক্ষা সংক্রান্ত সামর্থ্যই বিবেচনায় আনা উচিত। ক্ষুদ্র বা বৃহৎ পরিমাপের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্যকে পরিমাপ বা বিশ্লেষণ করা হয়। কোনো রাষ্ট্রের আয়তন, জনসংখ্যা, রাষ্ট্রীয় ক্ষমতা, সরকারের অবস্থা ইত্যাদির উপর ভিত্তি করে ক্ষুদ্র না বৃহৎ তা পরিমাপ করা হয়।

 সাধারণত ক্ষুদ্র রাষ্ট্র বলতে ঐ সকল রাষ্ট্রকে বুঝায়, যাদের জাতীয় শক্তি এবং সামরিক শক্তির উপর নির্ভর করে নিজেদের নিরাপত্তার নিশ্চয়তা বিধান করতে পারে না। এসব রাষ্ট্রকে তার নিরাপত্তা এবং অস্তিত্ব রক্ষার জন্য অন্য কোনো রাষ্ট্র, প্রতিষ্ঠান অথবা ভারসাম্য রক্ষাকারী কিংবা বলপ্রয়োগকারী অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার উপর নির্ভর করতে হয়। তাদের আয়তন এবং মোট জাতীয় শক্তির পরিমাণ খুবই কম ।

ক্ষুদ্র রাষ্ট্র সম্পর্কে প্রখ্যাত নিরাপত্তা বিশ্লেষক এবং রাষ্ট্রবিজ্ঞানী ড. তালুকদার মনিরুজ্জামান তাঁর 'The Security of Small States in Third World' গ্রন্থে বলেন যে, "A small state is a state with a very low conventional war capacity not only in absolute global - comperative terms but also vis-a-vis the large powerism its region." অর্থাৎ, ক্ষুদ্র রাষ্ট্র হচ্ছে ঐসকল রাষ্ট্র যাদের নিট জাতীয় শক্তি এবং সামরিক ক্ষমতা এতই কম যে, এজন্য তারা অন্য রাষ্ট্র বা সংগঠনের উপর নির্ভরশীল।

উপসংহার: উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়। যে, ক্ষুদ্র রাষ্ট্র হচ্ছে ঐসকল রাষ্ট্র যাদের বিভিন্ন আর্থসামাজিক এবং জাতীয় নিরাপত্তা সমস্যা বিদ্যমান। বর্তমান বিশ্ব রাজনীতিতে ক্ষুদ্র রাষ্ট্রগুলো নানাবিধ সমস্যায় জর্জরিত এবং বৃহৎ দেশগুলো এ সুযোগে তাদের উপর প্রভাব বিস্তারে লিপ্ত ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url