আরোহ অনুমান কাকে বলে? আরোহ অনুমান সম্পর্কে বার্ট্রান্ড রাসেলের অভিমত

ভূমিকা : দর্শনের ইতিহাসে রাসেল একটি অনন্য নাম। তিনি উত্তর আধুনিক যুগের দার্শনিকদের মধ্যে অন্যতম। তিনি সংশয়কে দার্শনিক পদ্ধতি হিসেবে গ্রহণ করেন। তিনি তাঁর An Outline of Philosophy গ্রন্থে যেসব বিষয়ের উপর সংশয়ের ভিত্তি দুর্বল যেসব বিষয় উল্লেখ করেছেন আরোহ অনুমান তার মধ্যে অন্যতম।


আরোহ অনুমান কি

আরোহ অনুমান একটি মননশীল অনুমান প্রক্রিয়া। বিজ্ঞানের সাথে আরোহ অনুমানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আরোহ পদ্ধতি জ্ঞানতাত্ত্বিক দর্শনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসেল বলেন আরোহের সমস্যা জ্ঞানতত্ত্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা। আরোহ অনুমানের প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে রাসেল বলেন, আরোহ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে রহিমকে করিমের সাথে প্রায় দেখা গেলে এবং কখনো আলাদাভাবে দেখা না গেলে পরবর্তীতেও রহিমকে দেখলে করিমকে দেখা যাবে বলে অনুমান করা হয়। রাসেলের মতে এটি আরোহের মূল কথা। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে আরোহ্ অনুমান অনেকটা শারীরবৃত্তিক অনুমানের মতো যা প্রাণীদের ক্ষেত্রে কম বেশি ঘটে থাকে। 

কেননা আমরা প্রাথমিকভাবে যে অনুমান করি তা অনেকটা শারীরবৃত্তিক অনুমান। তাই এই ধরনের অনুমান প্রায়শই ভ্রান্ত হয়ে থাকে। তিনি বলেন, অনেক সময় লবণকে চিনি ভেবে মুখে দিই। রাসেল আরোহের যুক্তিসিদ্ধতার ব্যাপারে একেবারে সন্দিহান ছিলেন না। তিনি বাস্তবভিত্তিক প্রমাণ খুঁজে পাননি যার ভিত্তিতে আরোহের যুক্তিসিদ্ধতাকে সুস্পষ্টভাবে তুলে ধরে।

উপসংহার : উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, আরোহ অনুমানে সুনিশ্চিত জ্ঞান আরোহণ করা একেবারে সম্ভব নয়। এক্ষেত্রে সংশয়ের বিষয়টি ফুটে উঠে। তবুও সংশয়ের পথ ধরে সন্ধান করে যেতে হবে, এটাই রাসেলের মূল কথা।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url