কাতার বিশ্বকাপ: মাসকটের নাম, বলের নাম, থিম সং, কততম আসর এবং অংশগ্রহণকারী দল

বিশ্বকাপ ফুটবল প্রতি চার বছর পর অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় এশিয়া মহাদেশের মাটিতে দ্বিতীয়বারের মতো হয় কাতার বিশ্বকাপ। ২০১৮ সালে বিশ্বকাপের ২১ তম আসরটি হয় রাশিয়ায়। 

কাতার বিশ্বকাপ নিয়ে নানা সমালোচনা থাকলেও কাতার সরকার সেসব সমালোচনাকে কর্ণপাত না করে সুষ্ঠু এবং সুন্দরভাবে বিশ্বকাপটাকে পরিচালনা করতে সক্ষম হয়েছে। কাতার আয়তনে ক্ষুদ্র একটি দেশ হওয়া সত্ত্বেও ফুটবল বিশ্বকাপের মত এত বড় আয়োজন করে বিশ্ব দরবারে বেশ প্রশংসা কুড়িয়েছে। বিশ্বকাপ ফুটবল সাধারণত গ্রীষ্মকালীন সময় হয়ে থাকে। 

কিন্তু কাতারে তীব্র গ্রীষ্মকালীন উত্তাপের কারণে এবারই প্রথম শীতকালীন সময় বিশ্বকাপের আয়োজন করা হয়েছে। কাতারের পাঁচটি বিখ্যাত শহরের ৮ টি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। পরবর্তী ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। কাতার বিশ্বকাপ ২০২২ সালের ২০ নভেম্বর শুরু হয় এবং ১৮ ই ডিসেম্বরের ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়।



কাতার বিশ্বকাপের মাসকটের নাম কি

কাতার বিশ্বকাপ ২০২২ এর মাসকটের নাম হচ্ছে "লায়িব"। আরবি শব্দ লায়িব এর বাংলা অর্থ বিশেষ দক্ষতা সম্পন্ন খেলোয়াড়।

ফিফার মতে, 'লায়িব সবাইকে নিজের উপর বিশ্বাস রাখতে উৎসাহিত করে। ফুটবলের মাধ্যমে সবাইকে বিনোদিত করবেন তিনি। তিনি দুঃসাহসিক, মজার এবং সব বিষয়ে উৎসাহী।'


কাতার বিশ্বকাপের বলের নাম

কাতার বিশ্বকাপের বলের নাম "আল রিহলা" আরবি এই শব্দের অর্থ হলো ভ্রমণ। কাতারের স্থাপত্য ও সংস্কৃতি, পতাকা, ঐতিহ্যবাহী নৌকা থেকে অনুপ্রাণিত হয়ে  তৈরি করা হয় বলটি।

কাতার বিশ্বকাপের থিম সং

প্রতিটি বিশ্বকাপের থিম সং নিয়ে সারা বিশ্বের মানুষের মাঝে নানা প্রকার কল্পনা জল্পনা বিরাজ করে। কাতার বিশ্বকাপ ও তার ব্যতিক্রম নয়। কাতার বিশ্বকাপের থিম সং হলো 'হায়া হায়া' যার অর্থ বেটার টুগেদার। গানটি গেয়েছেন ত্রিনিদাদ কার্দোনা, আইশা এবং ডেভিড আদেদেজি।



কাতার বিশ্বকাপ কততম আসর

কাতার বিশ্বকাপ ২০২২ ফিফা আয়োজিত ২২ তম আসর। প্রতি চার বছর পরপর ফুটবল বিশ্বের নিয়ন্ত্রণ সংস্থা এই আয়োজন করে থাকে। 

কাতার বিশ্বকাপ স্টেডিয়াম

স্টেডিয়ামের নাম আসন সংখ্যা
লুসাইল স্টেডিয়াম ৮০ হাজার
আল জানিয়ুব স্টেডিয়াম ৪০ হাজার
আল বায়াত স্টেডিয়াম ৬০ হাজার
আহমেদ বিন আলি স্টেডিয়াম ৪০ হাজার
এডুকেশন সিটি স্টেডিয়াম ৪০ হাজার
আল থুমামা স্টেডিয়াম ৪০ হাজার
স্টেডিয়াম ৯৭৪ ৪০ হাজার
খলিফা আন্তর্জাতিক ৪০ হাজার ৪১৬ জন

কাতার বিশ্বকাপের দলগুলো

কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ এ সর্বমোট ৩২ টি দল অংশগ্রহণ করে। নিচে কাতার বিশ্বকাপের দলগুলো হলো: কাতার, সৌদি আরব, জাপান, ইরান, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ওয়েলস, আর্জেন্টিনা, পোল্যান্ড, মেক্সিকো, ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, অস্ট্রেলিয়া, জার্মানি, স্পেন,  কোস্টারিকা, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, কানাডা, মরক্কো, ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন, পর্তুগাল, উরুগুয়ে, ঘানা, দক্ষিণ কোরিয়া।

কাতার বিশ্বকাপে  কোন দেশ কোন গ্রুপে খেলছে

গ্রুপ

দেশের নাম সমূহ 
গ্রুপ-একাতার, নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর
গ্রুপ-বি ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান ও ওয়েলস
গ্রুপ-সি
আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব

গ্রুপ-ডি ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া
গ্রুপ-ই স্পেন, জার্মানি, জাপান ও কোস্টারিকা
গ্রুপ-এফ বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো ও কানাডা
গ্রুপ-জি ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন
গ্রুপ-এইচ পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url