প্লেটোর রিপাবলিক গ্রন্থের মূল বক্তব্য কি? প্লেটোর দি রিপাবলিক গ্রন্থ সম্পর্কে আলোচনা কর।

ভূমিকা : সমগ্র 'The Republic' গ্রন্থটি দশটি পুস্তকে বিভক্ত। এ দশটি পুস্তকে প্লেটো কোন নীতি বা তত্ত্বের উপর জ্ঞানগর্ভ আলোচনা করেন নি, বরং তা শিক্ষা, শিল্প, দর্শন, রাষ্ট্রতত্ত্ব, সমাজতত্ত্ব, সাহিত্য, সংস্কৃতি, ন্যায়তত্ত্ব, নৈতিকতা, অর্থনীতি, জ্যোতির্বিদ্যা প্রভৃতি বিষয়ের জ্ঞানভাণ্ডারের পরিপূর্ণ বিশ্লেষণ হচ্ছে রিপাবলিক। মূলত উত্তম জীবন ও উত্তম মানুষকে নিয়েই 'দি রাপাবলিক' গ্রন্থের মূল আলোচনা।

সহজশিক্ষা 

দি রিপাবলিক গ্রন্থের উদ্দেশ্য

নিম্নে প্লেটোর ‘দি রিপাবলিক' গ্রন্থের মূল উদ্দেশ্যগুলো আলোচনা করা হলো :

১. আদর্শ রাষ্ট্র : প্লেটোর 'The Republic' এর মূল লক্ষ্য ছিল রাষ্ট্রীয় ঐক্য ও সংহতি। এই রাষ্ট্রীয় সংহতি বজায় রাখার জন্য তিনি এক আদর্শ রাষ্ট্রের পরিকল্পনা করেন। এখানে তিনি গোটা সমাজকে তিন শ্রেণিতে বিভক্ত করেছেন। যথা : ক. দার্শনিক; খ. যোদ্ধা ও গ. উৎপাদক শ্রেণি। এ তিন শ্রেণির লোক রাষ্ট্রের বিভিন্ন কাজ সম্পাদন করবে। এখানে কেউ নিজের খেয়াল খুশিমত কাজ করবে না। রাষ্ট্র নির্দেশিত পথে তাদের দায়িত্ব পালন করতে হবে।

২. 'দুই সত্য' তত্ত্ব : প্লেটোর 'The Republic' গ্রন্থে আলোচিত বিষয়ের সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো তাঁর ‘দুই সত্য' বা ‘দুই জগৎ' তত্ত্বের। একটি জগৎ হলো পরিদৃশ্যমান নিত্যকার জগৎ। অন্যটি হলো এ দৃশ্যমান জগতের উৎস ও অপরিবর্তনীয়। প্লেটো মনে করেন, “এ অপার্থিব অদৃশ্য জগৎই চরম সত্য।”

৩. ন্যায়বিচার : প্লেটোর 'The Republic' গ্রন্থের মূল বৈশিষ্ট্য হলো ন্যায়বিচার। প্লেটোর কাছে 'ন্যায়' দয়া, মহত্ত্ব, সাহস কিংবা জ্ঞান নয়। এগুলো হলো রাষ্ট্র বা ব্যক্তির বিশেষ গুণাবলি। প্লেটো বলেছেন, ন্যায়কে বৃহৎ আকারে প্রত্যক্ষ করার লক্ষ্যে রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে।

৪. দার্শনিক রাজার শাসন : প্লেটোর যুক্তি হচ্ছে যেহেতু শাসক সর্বোচ্চ জ্ঞানের অধিকারী। তাই কোন আইনের বাধা তার কার্যকে নিয়ন্ত্রণ করতে পারবে না। শাসক নিজেই প্রজ্ঞা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে।

৫. শিক্ষাব্যবস্থা : প্লেটো তাঁর 'The Republic' গ্রন্থে শিক্ষাব্যবস্থার উপর ব্যাপক আলোচনা করেছেন। প্লেটোর মতে, “শিক্ষার মাধ্যমেই নাগরিকদের প্রকৃতি প্রদত্ত গুণাবলির উন্মেষ ও বিকাশ সাধিত হবে।” শাসকগণ শিক্ষাপ্রাপ্ত হলে আইন, শাসন ও বিচারের বিষয়ে অনিশ্চয়তার কোন কারণ থাকবে না।

৬. সাম্যবাদ : প্লেটো অভিভাবক শ্রেণির জন্য ব্যক্তিগত সম্পত্তি ও পরিবার ব্যবস্থা বিলুপ্তির প্রস্তাব করেছেন। প্লেটোর মতে, অভিভাবক শ্রেণিকে যদি সম্পত্তি ভোগের অধিকার দেয়া হয় তাহলে তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যর্থ হবে। তাই প্লেটোর প্রস্তাবকেই প্লেটোর সাম্যবাদ বলে অভিহিত করা হয়।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, 'দি রিপাবলিক' মূলত বাস্তব উদ্দেশ্য নিয়ে গঠিত একটি গ্রন্থ। 'The Republic' মনের দর্শন। তবে তা কেবল মনকে বিশ্লেষণ করার জন্য নয়, মানুষকে সতর্ক করা ও পরামর্শ দেয়ার জন্যও। এ গ্রন্থে প্লেটো মানুষের মুক্তির জন্য সত্যকে অনুসন্ধান করেছেন। সুতরাং প্লেটো সম্পর্কে জ্ঞান লাভের আবশ্যকতা বর্তমান যুগেও রয়েছে এ কথা বলা যায় ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url