পশ্চিমবঙ্গের জাতীয় জিনিসের নাম: পাখি, মাছ,‌ গাছ, ফুল, ফল, খেলা, পশু, সংঙ্গীত ইত্যাদি।

যেকোনো সরকারি চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান একটি গুরুত্বপূর্ণ অংশ। অধিকাংশ ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশ থেকে প্রশ্ন আসে। বিশেষ করে রাজ্যের নানা প্রকার জাতীয় জিনিস নিয়ে প্রশ্ন হয়। যা অনেকের অজানা। আজকে আমরা এই অনুচ্ছেদের মাধ্যমে জানব পশ্চিমবঙ্গের যত জাতীয় জিনিস রয়েছে তার নাম সমূহ। চলুন পশ্চিমবঙ্গের জাতীয় জিনিসের নাম জেনে নিই…

পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি?

পশ্চিমবঙ্গের জাতীয় পাখি নাম হলো ধলাগলা মাছরাঙাসাদাবুক মাছরাঙা নামেও এই পাখিটি পরিচিত। ধলাগলা মাছরাঙা এর ইংরেজি নাম White Throated Kingfisher।

পশ্চিমবঙ্গের জাতীয় খেলার নাম কি? 

পশ্চিমবঙ্গের জাতীয় খেলার নাম হল খো খো। তবে কিছু কিছু ক্ষেত্রে পশ্চিমবঙ্গের জাতীয় খেলা হিসাবে ফুটবল খেলার নাম উল্লেখ পাওয়া যায়। 

পশ্চিমবঙ্গের জাতীয় ফল কী?

পশ্চিমবঙ্গের জাতীয় ফল বা রাজ্য ফল হল আম।ভারতেরও জাতীয় ফল আম

পশ্চিমবঙ্গের জাতীয় নদীর নাম কি?

পশ্চিমবঙ্গের জাতীয় নদীর নাম হলো ভাগীরথী হুগলি

পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি?

পশ্চিমবঙ্গের জাতীয় পশু হলো মেছো বিড়াল। মেছো বিড়াল কে ফিশিং ক্যাট বা বন্য বিড়াল নামেও ডাকা হয়।

পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কি?

পশ্চিমবঙ্গের জাতীয় ফুল হলো শিউলি ফুল। এটি শেফালি ফুল নামেও পরিচিত।

পশ্চিমবঙ্গের জাতীয় মাছের নাম কি?

পশ্চিমবঙ্গের জাতীয় মাছ বা রাজ্য মাছ হল রুই মাছ

পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কী?

উত্তরঃ পশ্চিমবঙ্গের জাতীয় গাছ হলো ছাতিম গাছ। একে ইংরেজিতে বলা হয় Devil's Tree। ছাতিম গাছের বৈজ্ঞানিক নাম হলো Alstonia Scholaris।

পশ্চিমবঙ্গের জাতীয় খাবার কি?

পশ্চিমবঙ্গের জাতীয় খাবার হলো মাছ এবং ভাত। বাঙালি জাতিকে বলা হয় মাছে-ভাতে বাঙালি।

পশ্চিমবঙ্গের জাতীয় সবজির নাম কি?

পশ্চিমবঙ্গের জাতীয় সবজি হলো কুমড়ো

পশ্চিমবঙ্গের জাতীয় সংগীত কি? 

পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত হল‌ বাংলার মাটি বাংলার জল

পশ্চিমবঙ্গের জাতীয় নৃত্য কি? 

পশ্চিমবঙ্গের জাতীয় নৃত্য হল গৌড়ীয় নৃত্য অথবা গৌড় নাচ। 

❑ পশ্চিমবঙ্গ সম্পর্কে আরো কিছু প্রশ্নোত্তর

পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি?

পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হল কলকাতা।

আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য? 

আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের ১৪ তম রাজ্য। এই রাজ্যের আয়তন ৮৮,৭৫২ কিলোমিটার।

পশ্চিমবঙ্গের রাজ্য কয়টি ও কি কি? 

পশ্চিমবঙ্গ একটি রাজ্য। রাজ্যের মধ্যে আরেকটি রাজ্য হতে পারে। এই প্রশ্নটাই অযৌক্তিক। প্রশ্নটা এমন হতে পারে পশ্চিমবঙ্গে কয়টি জেলা আছে এবং কি কি?

পশ্চিমবঙ্গের বর্তমান জেলা কয়টি ও কি কি?

পশ্চিমবঙ্গ বর্তমানে ২৩ টি জেলা নিয়ে গঠিত। জেলাগুলো হলঃ
  • কলকাতা
  • মুর্শিদাবাদ
  • পূর্ব বর্ধমান
  • পশ্চিম বর্ধমান 
  • বাঁকুড়া
  • নদিয়া
  • বীরভূম
  • পুরুলিয়া
  • হাওড়া
  • ঝাড়গ্রাম
  • হুগলি
  • পশ্চিম মেদিনীপুর
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তর চব্বিশ পরগনা
  • দক্ষিণ চব্বিশ পরগনা
  • কোচবিহার
  • আলিপুরদুয়ার
  • জলপাইগুড়ি
  • দার্জিলিং
  • মালদহ
  • কালিম্পং
  • উত্তর দিনাজপুর
  • দক্ষিণ দিনাজপুর

পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি?

পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা দক্ষিণ চব্বিশ পরগনা।

পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি?

পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কলকাতা।

পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি?

পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কালিম্পং।

পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি?

পশ্চিমবঙ্গের শীতলতম স্থান পুরুলিয়ার তোরাং।

পরিশেষে আমরা আশা করি, আপনি এই অনুচ্ছেদটি পাঠ করার পর পশ্চিমবঙ্গের জাতীয় এবং অন্যান্য বিষয় সম্পর্কে আপনি পূর্নাঙ্গ ধারণা পেয়েছেন। ধন্যবাদ সাথে থাকার।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url