নোবেল পুরস্কার ২০২৩ বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা | Nobel Prize 2023 Winners list

নোবেল পুরস্কার হল একটি আন্তর্জাতিক পুরস্কার যা সুইডেনের স্টকহোমে থেকে নোবেল ফাউন্ডেশন দ্বারা পরিচালিত হয়। সুইডিশ উদ্ভাবক ও উদ্যোক্তা আলফ্রেড নোবেল ১৮৯৫ সালে এই পুরস্কারের প্রচলন করেন। কিন্তু ১৯০১ সাল থেকে এই পুরস্কার প্রদান শুরু হয়। বিশ্বের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের গবেষণা ও উদ্ভাবন বা মানবকল্যাণমূলক কাজে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। প্রতিবছর অক্টোবর মাসে সুইডেনের স্টকহোম এবং নরওয়ের অসলো থেকে এই পুরস্কার প্রদান করা হয়।

যে সকল বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়?

প্রথম দিকে শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হত। তবে ধীরে ধীরে আরও পাঁচটি বিষয় এই পুরস্কারের অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমান ছয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। যেসকল বিষয় নোবেল পুরস্কার প্রদান করা হয় নিচে উল্লেখ করা হলঃ 
  • পদার্থবিজ্ঞান
  • রসায়ন
  • চিকিৎসা বিজ্ঞান 
  • অর্থনীতি
  • সাহিত্য
  • শান্তিতে 

নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়? 

সুইডেন এবং নরওয়ে থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয়। পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি এবং সাহিত্যে পুরস্কার প্রদান করা হয় সুইডেনের স্টকহোম থেকে এবং শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কারটি নরওয়ের অসলো থেকে প্রদান করা হয়।

পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার - ২০২৩

২০২৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী পিয়ের আগোস্তিনি, হাঙ্গেরীয় বিজ্ঞানী ফেরেন্স ক্রাউজ ও ফরাসি বিজ্ঞানী অ্যান লিয়ের। পদার্থের ইলেকট্রন ডাইনামিকস গবেষণায় আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরির পরীক্ষণলব্ধ প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়।

রসায়নে নোবেল পুরস্কার - ২০২৩

২০২৩ সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন মুঙ্গি বাওয়েন্ডি (ফ্রান্স), লুই ব্রুস (যুক্তরাষ্ট্র) ও আলেক্সি ইয়াকিমভ (সাবেক সোভিয়েত ইউনিয়ন)। কোয়ান্টাম ডট সংশ্লেষণ বিষয়ক গবেষণার জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়। তাঁদের এ কাজ ন্যানোপ্রযুক্তিবিষয়ক মৌলিক গবেষণায় অবদান রেখেছে।

চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার - ২০২৩

২০২৩ সালে চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন কাতালিন কারিকো এবং ভ্রু ওয়েইসম্যান। কোভিড-১৯ এর বিরুদ্ধে কার্যকর এমআরএনএ ভ্যাকসিন তৈরিতে সক্ষম নিউক্লিওসাইড বেস পরিবর্তন সম্পর্কিত আবিষ্কারের জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়।

অর্থনীতিে নোবেল পুরস্কার - ২০২৩

শ্রমবাজারে নারীর অবদান ও লিঙ্গ বৈষম্য নিয়ে গবেষণার জন্য অর্থনীতিতে ২০২৩ সালের নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লাউডিয়া গোলডিন। পুরস্কারের ঘোষণায় বলা হয়, ‘কয়েক শতক ধরে নারীদের উপার্জন ও শ্রমবাজারে তাঁদের অংশগ্রহণের বিষয়ে প্রথম সামগ্রিক চিত্র তুলে ধরেছেন অর্থনীতি বিদ্যায় এবারের নোবেলজয়ী ক্লাউডিয়া গোলডিন। তাঁর গবেষণায় পরিবর্তনের কারণের সঙ্গে বিদ্যমান লিঙ্গ বৈষম্যের প্রধান উৎসগুলো বের হয়ে এসেছে।’

সাহিত্যে নোবেল পুরস্কার - ২০২৩

২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের লেখক জন ফসি। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি এই পুরস্কার পান। এবং ২০২২ সালে সাহিত্যে নোবেল পেয়েছেন ফরাসি লেখক অ্যানি এখঁনো।

শান্তিতে নোবেল পুরস্কার - ২০২৩

২০২৩ সালে নরওয়ের নোবেল কমিটি শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে ইরানের কারাবন্দি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদীকে। “ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার পক্ষে সোচ্চার থাকার জন্য” তাকে এই পুরস্কার দেওয়া হয়।

অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয় কবে এবং কোন প্রতিষ্ঠান দেয়?

সুইডিশ কেন্দ্রীয় সেভেরিজেস রিক্সব্যাংক ১৯৬৮ সালে তাঁদের ৩০০ বছর পূর্তিতে নোবেল ফাউন্ডেশনকে একটি বিশাল অঙ্কের অর্থ দান করে। পরবর্তীতে সেই অর্থ দিয়ে আলফ্রেড নোবেল এর সম্মান রক্ষার্থে একটি নতুন পুরস্কার প্রদান করা হবে বলে ঠিক করা হয়। ১৯৬৯ সালে সর্বপ্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। আলফ্রেড নোবেলের স্মরণে এই পুরস্কারের পুরো নাম রাখা হয় ‘দ্য সেভেরিজেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল’। অর্থনীতিতে নোবেল প্রদানের বিষয়টি পরিচালনা করে সুইডেনের রয়্যাল একাডেমি অব সায়েন্স।

অর্থনীতিতে প্রথম নোবেল বিজয়ী কে?

অর্থনীতিতে সর্বপ্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন র‍্যাগনার ফ্রিশ। ১৯৬৯ সালে তাঁর সাথে যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন জ্যান টিনবারগেন।

অর্থনীতিতে নোবেল বিজয়ী প্রথম নারী কে? 

অর্থনীতিতে নোবেল বিজয়ী প্রথম নারী হল এলিনর অস্ট্রম। ২০০৯ সালে তাঁর সাথে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন আরেক অর্থনীতিবিদ অলিভার উইলিয়ামসান।

শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় কোথায় থেকে?

নরওয়ের অসলো থেকে।

প্রথম নোবেল বিজয়ী মুসলিম নারী কে?

নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী হল ইরানের শিরিন এবাদি।

প্রথম নোবেল বিজয়ী নারী কে?

নোবেল বিজয়ী প্রথম নারী মারি ক্যুরি। ১৯০৩ সালে তাঁর স্বামীর সাথে যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন।

শান্তিতে নোবেল বিজয়ী প্রথম নারী কে?

শান্তিতে নোবেল বিজয়ী প্রথম নারী হল অস্ট্রীয় ঔপন্যাসিক বের্টা ফন জুটনার।

শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী কে?

শিরিন এবাদি প্রথম মুসলিম মহিলা যিনি শান্তিতে নোবেল লাভ করেন।

সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী কে? 

১৯০১ সালে স্যুলি প্র্যুদম প্রথম সাহিত্যে নোবেল পান।

সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম নারী কে? 

১৯০৯ সালে প্রথম নারী হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের সেলমা রেগারলেফ।

এশিয়ার প্রথম নোবেল বিজয়ী কে?

এশিয়ার প্রথম নোবেল বিজয়ী হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

বাংলাদেশে প্রথম নোবেল বিজয়ী কে? 

প্রথম নোবেল জয়ী বাংলাদেশী হলেন ড. মুহাম্মদ ইউনূস।

নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা বিজ্ঞানী কে?

নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা বিজ্ঞানী হল মারি ক্যুরি। তিনি ছিলেন প্রথম মহিলা বিজ্ঞানী যিনি বিজ্ঞানের দুইটি ভিন্ন শাখায় দুইবার নোবেল পুরস্কার জেতেন।

নোবেল পুরস্কার কোন মাসে দেওয়া হয়? 

অক্টোবর মাসে।

২০২৩ সালে নোবেল বিজয়ীদের তালিকা:  Pdf Download 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url