অভিবাসন কি? অভিবাসন কাকে বলে?

অভিবাসন

বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ আলোচিত ইস্যু হলো অভিবাসন সংকট। সাম্প্রতিক সময়ে বার এই শব্দটি উঠে আসছে। এশিয়া ও আফ্রিকার দরিদ্র দেশে এবং বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত দেশের জনগণ সমুদ্রের ভয়াবহ প্রতিকূলতা উপেক্ষা করে বিভিন্ন দেশে অভিবাসিত হচ্ছে। এই প্রত্যয়টির সুনিশ্চিত ও সুনির্দিষ্ট অর্থ সম্পর্কে আমাদের অবগত হওয়া প্রয়োজন।

ছবি: সংগৃহীত

অভিবাসন কি : সাধারণত বলা যায়, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে মানুষের স্থানান্তর হলো অভিবাসন। অভিবাস দেশের অভ্যন্তরে একস্থান থেকে অন্যস্থানে যেমন হয় তেমনি এক দেশ থেকে অন্য দেশেও অভিবাসন ঘটে।

অভিবাসনের মাধ্যমে মানুষ ভাগ্যান্বেষণে স্বল্প সম্ভাবনাময় স্থান থেকে অধিক সম্ভাবনাময় স্থানে যেতে চায়। অর্থাৎ অভিবাসন বলতে বুঝায় ভালো কিছু করার উদ্দেশ্যে যা বর্তমান অবস্থা থেকে অপেক্ষাকৃত ভালো অবস্থানে পৌঁছানোর জন্য এক দেশ থেকে অন্য দেশে গমন। যাদের অভিবাসন হয় তারা সেই দেশে স্থায়ীভাবে বা ইচ্ছাধীন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বসবাস করতে পারেন। অর্থাৎ অভিবাসন স্থায়ী ও সাময়িক হতে পারে। বর্তমানে তথ্য প্রযুক্তি ও যোগাযোগের অভূতপূর্ব অগ্রগতির ফলে সাময়িক অভিবাসনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যেমন- বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ শ্রমিক জীবিকার তাগিদে অন্য উন্নত দেশ পাড়ি জমাচ্ছেন।

অভিবাসন হয় অভিগমন প্রক্রিয়ার মাধ্যমে। আন্তর্জাতিকভাবে স্থান পরিবর্তনকারীদের ২টি ভিন্ন কিন্তু প্রায় একই অর্থের শব্দের মাধ্যমে চিহ্নিত করা হয়। যথা : Immigrant, যারা নিজ দেশ ত্যাগ করে অন্যদেশে পাড়ি জমাচ্ছে আর যাদের দেশে তারা পাড়ি জমাচ্ছে তাদের চোখে তারা হলো Emigrant বা Outmigrant.

বর্তমান সময়ের একটি আলোচিত ইস্যু হিসেবে অভিবাসন সংকট আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে এবং বিশ্ব প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে বহু প্রেক্ষিত একে অপরের সাথে জড়িয়ে পড়ছে। ফলে শরণার্থী ও অভিবাসন বিষয়গুলো জড়িয়ে পড়ছে। তাই অভিবাসন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। সর্বপরি মনে রাখতে হবে অভিবাসন হলো একটি আইনি প্রক্রিয়া।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url